Wellcome to National Portal
Main Comtent Skiped

 সময়সূচিঃ প্রতি শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত খোলা। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ বন্ধ।


Love Public Library, come to the Library

রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থারে স্বাগতম

একনজরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী

গণগ্রন্থাগারের নাম মন্ত্রণালয়              :  বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী।

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বর্তমান গণগ্রন্থাগার প্রতিষ্ঠার বছর         :  ১৯৮২ খ্রি.

 ঠিকানা                                            :   লক্ষ্মীপুর (রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর   

                                                           দক্ষিণ পার্শ্বে), রাজশাহী।

                                                           ফোনঃ ০৭২১-৭৭২৬৩৪/৭৭০০২৯    ফ্যাক্স;  ০১৭২১-৭৭০০২৯ ; মোবা:০১৯১৪২৬২৪২৫                                                                                    শাখা সরকারি গণগ্রন্থাগার, সোনাদিঘীর মোড়, রাজশাহী।    মোবাঃ ০১১৯৭০৫০৫৮০

গ্রন্থাগার খোলা বন্ধের সময়সূচী          :   শনিবার থেকে বুধবার, সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা  

                                                           ৬.০০ ঘটিকা  পযর্ন্ত।

                                                           রমজান মাসে সরকার কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী।

রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে  :   প্রথমত বাংলাদেশ পরিষদ গ্রন্থাগার, গণসংযোগ বিভাগ, তথ্য ও বেতার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে চালু ছিল।  স্বাধীনতার পর ১৯৭২ সালে ৩.৮০ একর ভূমির নিয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনার (১৯৭৩-৭৮) অধীনে গৃহীত "Development of Public Libraries in Bangladesh" এর আওতায় রাজশাহীতে একটি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার স্থাপন কাজের সূচনা হয়। কিন্তু ডিজাইন তৈরী ও অন্যান্য বিলম্বের কারণে উক্ত প্রকল্পের আওতায় বাস্তব অগ্রগতি অর্জন হয়নি। পরবর্তীতে ১৯৮০-৮১ সালে গৃহীত দেশের দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার অধীনে " Development of Rajshahi Divisional Public Library " (Revised) শীর্ষক একটি প্রকল্পের আওতায় ১৯৮৩ সাল নাগাদ প্রায় ১১৬.০০ লক্ষ টাকা ব্যয়ে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের জন্য গ্রন্থাগার ভবন ও অন্যান্য সুযোগ সুবিধাদি সৃষ্টি করা হয়। ৩১ আগস্ট ১৯৮২ সালে বাংলাদেশ পরিষদ বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশ পরিষদের সমস্ত পুস্তক, আসবাবপত্র ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী সরকারি গণগ্রন্থাগারে আত্মীকরণ করে ৫ সেপ্টেম্বর ১৯৮২ সালে প্রাথমিক ভাবে জেলা পরিষদ ভবনে গণগ্রন্থাগারটি চালু করা হয়। পরবর্তীতে গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মাণকৃত বর্তমান ভবনটি ৯ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে হস্তান্তরের পর এই ভবনে গণগ্রন্থাগারের কার্যক্রম শুরু হয়।