Wellcome to National Portal
Main Comtent Skiped

 সময়সূচিঃ প্রতি শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত খোলা। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ বন্ধ।


ঘটনাসমূহ

বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার,রাজশাহী এর  সাধারন পাঠকক্ষ, শিশু পাঠকক্ষ এর সেবা প্রদানের পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন কর্নার স্থাপন করা হয়েছে, যেমনঃ-বঙ্গবন্ধু কর্নার, প্রবীন কর্নার, জব কর্নার এর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সাধারন পাঠকক্ষে British Council কর্তৃক ২টি কম্পিউটারসহ English Language Self Access Centre স্থাপন করা হয়েছে যেখানে পাঠকসাধারন  ফ্রি  English Language এর উপর C.D ড্রাইভসহ বিভিন্ন পুস্তক পাঠ করতে পারে, পাঠকসাধারন যাতে ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারে সেই লক্ষ্যে Robi কর্তৃক ৩টি কম্পিউটার ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে এবং স্থানীয় সরকার কতৃক রিসোর্স কর্নার রয়েছে যেখানে কিছু পুস্তক ও একটি কম্পিউটার আছে। শিশুদের জন্য শিশু পাঠকক্ষে Harry Potter এর জীবনের উপর অনুষ্ঠান করা হয়েছে। গ্রন্থাগারে বিভিন্ন জাতীয় দিবসে রচনা, হাতের সুন্দরলেখা, চিত্রাংকন, বইপাঠ, পাঠচক্র ও বক্তৃতা ইত্যাদি প্রতিযোগিতার আয়োজন এবং পুরস্কার ও সনদ বিতরনের অনুষ্ঠান করা হয়।