Wellcome to National Portal
Main Comtent Skiped

 সময়সূচিঃ প্রতি শনিবার-বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত খোলা। প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ বন্ধ।


Future Plan

ভবিষৎ পরিকল্পনা

 

ভবিষ্যৎ পরিকল্পনা :

১. গ্রন্থাগারের অধিকতর উন্নয়ন এবং সাংগঠনিক কলেবর বৃদ্ধিকরণ ইত্যাদি কার্যক্রম দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতাভুক্ত রয়েছে।

২.পাঠকসেবার মান উন্নয়নের জন্য ডাবল শিফট্ চালুর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ

৩. লাইব্রেরির নিরাপত্তা ও পাঠকদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ ( বারকোড রিডারসহ)।

৪. শিশু-কিশোর পাঠকক্ষ আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন করে তোলা এবং অডিও ভিজ্যুয়াল প্রদর্শণীর মাধ্যমে সামাজিক সচেতনতা এবং মৌলিক শিক্ষা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

৫. বয়স্ক ও অবসরপ্রাপ্তদেরকে সিনিয়র সিটিজেন হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে গণগ্রন্থাগার সেবা প্রদান এবং  সামাজিকভাবে তাদের গুরুত্ব তুলে ধরার ব্যবস্থা গ্রহণ।

৬.  প্রতিবন্ধীদের গ্রন্থাগার ব্যবহারের অবকাঠামোগত এবং আনুষঙ্গিক ব্যবহারিক সুবিধা প্রদানের ব্যবস্থা গ্রহণ।

৭. উন্নত গণগ্রন্থাগার সেবা প্রদানের লক্ষে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার, ফটোকপির, স্ক্যানার ও প্রিন্টার  ব্যবহারের সুযোগ প্রদানের ব্যবস্থা গ্রহণ।

৮. পাঠকদের গণগ্রন্থাগার ব্যবহারে উৎসাহিত করার জন্য গ্রন্থাগার দিবস আয়োজন এবং তাদের উৎসাহ বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ।

৯. গ্রন্থাগার বিজ্ঞানের ফান্ডামেন্টাল কোর্সের ব্যবস্থা গ্রহণ এবং গণগ্রন্থাগার কর্মী ও পাঠক সাধারণের জন্য বেসিক ল্যাঙ্গুয়েজ কোর্স চালু করা।

১০. আধুনিক গ্রন্থাগার সেবা প্রদানের জন্য গণগ্রন্থাগার কর্মীদের প্রযুক্তিগত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ।

১১. গণগ্রন্থাগার কর্মীদের গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতির আলোকে মানসিক দৃঢ়তা, সততা এবং উন্নত সেবা প্রদানে উৎসাহিত করার জন্য দেশ-বিদেশের বিভিন্ন উন্নত গ্রন্থাগার পরিদর্শনের ব্যবস্থা গ্রহণ।