আগামী ৫ ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস ২০২১ উদযাপন উপলক্ষে গণগ্রন্থাগার অধিদপ্তর দিবসটিকে কেন্দ্র করে একটি লোগো ও স্লোগান নির্ধারণ করেছে। করোনা মহামারীর কারণে দিবসটি এবার সীমিত পরিসরে উদযাপন করা হবে। মুজিব বর্ষ উপলক্ষে এবারের স্লোগোনে মুজিব বর্ষের অঙ্গীকারকে সম্পৃক্ত করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা গড়ার উদ্দেশ্যে একটি উন্নত ও জ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য আমাদের প্রত্যেকের ঘরে ঘরে গ্রন্থাগার গড়ে তোলবার অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে। জাতীয় গ্রন্থাগার দিবস সীমিত পরিসরে হলেও এবারের স্লোগানটি কার্যকরী বাস্তবায়ন এর লক্ষ্যে সর্বাত্মক প্রচারণার উপর গুরুত্বারোপ করা হয়েছে। দিবস উদযাপনের জন্য দেশের ৭০টি সরকারি গণ্রগন্থাগার এর উদ্যোগে এটি বাস্তবায়ন করা হবে। তারই ধারাবাহিকতায় বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীও এ লক্ষ্যে লোগো ও স্লোগানটির প্রচারণার উপর গুরুত্ব দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমেও দিবসটির সর্বাচ্চ প্রচারণার লক্ষ্যে লোগোটি প্রচার করা হলো। বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে দিবসটির গৃহীত কার্যক্রম পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।
|
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
গণগ্রন্থাগার অধিদপ্তর
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী
রাজশাহী মেডিকেল রোড, লক্ষ্মীপুর,রাজশাহী
ওংয়েবসাইট: publiclibrary.rajshahidiv.gov.bd
ই-মেইল: rajshahidpl@gmail.com
ফোন: 02588801524
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS