Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

পরিবর্তীত সময়সূচি (মাহে রমজান উপলক্ষে) প্রতি শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৩.৩০টা পর্যন্ত এবং গ্রন্থাগার বন্ধ থাকে প্রতি বৃহস্পতিবার, শুক্রবার ও সরকার ঘোষিত অন্যান্য সরকারি ছুটির দিনসমূহ


গ্রন্থাগারকে ভালবাসুন, গ্রন্থাগারে পড়তে আসুন

রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থারে স্বাগতম

একনজরে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী

গণগ্রন্থাগারের নাম মন্ত্রণালয়              :  বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহী।

 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

বর্তমান গণগ্রন্থাগার প্রতিষ্ঠার বছর         :  ১৯৮২ খ্রি.

 ঠিকানা                                            :   লক্ষ্মীপুর (রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এর   

                                                           দক্ষিণ পার্শ্বে), রাজশাহী।

                                                           ফোনঃ ০৭২১-৭৭২৬৩৪/৭৭০০২৯    ফ্যাক্স;  ০১৭২১-৭৭০০২৯ ; মোবা:০১৯১৪২৬২৪২৫                                                                                    শাখা সরকারি গণগ্রন্থাগার, সোনাদিঘীর মোড়, রাজশাহী।    মোবাঃ ০১১৯৭০৫০৫৮০

গ্রন্থাগার খোলা বন্ধের সময়সূচী          :   শনিবার থেকে বুধবার, সকাল ১০.০০ ঘটিকা থেকে সন্ধ্যা  

                                                           ৬.০০ ঘটিকা  পযর্ন্ত।

                                                           রমজান মাসে সরকার কর্তৃক ঘোষিত সময়সূচী অনুযায়ী।

রাজশাহী বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষেপে  :   প্রথমত বাংলাদেশ পরিষদ গ্রন্থাগার, গণসংযোগ বিভাগ, তথ্য ও বেতার মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে চালু ছিল।  স্বাধীনতার পর ১৯৭২ সালে ৩.৮০ একর ভূমির নিয়ে প্রথম পাঁচশালা পরিকল্পনার (১৯৭৩-৭৮) অধীনে গৃহীত "Development of Public Libraries in Bangladesh" এর আওতায় রাজশাহীতে একটি বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার স্থাপন কাজের সূচনা হয়। কিন্তু ডিজাইন তৈরী ও অন্যান্য বিলম্বের কারণে উক্ত প্রকল্পের আওতায় বাস্তব অগ্রগতি অর্জন হয়নি। পরবর্তীতে ১৯৮০-৮১ সালে গৃহীত দেশের দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার অধীনে " Development of Rajshahi Divisional Public Library " (Revised) শীর্ষক একটি প্রকল্পের আওতায় ১৯৮৩ সাল নাগাদ প্রায় ১১৬.০০ লক্ষ টাকা ব্যয়ে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের জন্য গ্রন্থাগার ভবন ও অন্যান্য সুযোগ সুবিধাদি সৃষ্টি করা হয়। ৩১ আগস্ট ১৯৮২ সালে বাংলাদেশ পরিষদ বিলুপ্ত হওয়ার পর বাংলাদেশ পরিষদের সমস্ত পুস্তক, আসবাবপত্র ও প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা কর্মচারী সরকারি গণগ্রন্থাগারে আত্মীকরণ করে ৫ সেপ্টেম্বর ১৯৮২ সালে প্রাথমিক ভাবে জেলা পরিষদ ভবনে গণগ্রন্থাগারটি চালু করা হয়। পরবর্তীতে গণপূর্ত বিভাগ কর্তৃক নির্মাণকৃত বর্তমান ভবনটি ৯ ফেব্রুয়ারি ১৯৮৩ সালে হস্তান্তরের পর এই ভবনে গণগ্রন্থাগারের কার্যক্রম শুরু হয়।